রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৪

এ কোন অপরুপা

এ কোন অপরুপা
1796628_227623317421765_1297464315_n
 

















তুমি কি পারোনা আমার হতে
কেন থাকো তুমি তোমার মতে ।
ভালো লেগেছে তোমায় বেশ
তুমি সুন্দর দারুণ তোমার কেশ ।


তোমায় সঙ্গী করে আমি পেলে
জীবনটা যাবেই হেসে খেলে ।

পারোনা কি আমায় ভালবাসতে ।
তোমার সুখে একটুখানি হাসতে ।

চোখে ভাসে…ভাবনায় মনে জাগে
দেখিনি এ পথে কখনো আগে ।
দেখেছি পারিনি তোমায় ভুলিতে
এ মনে আঁকা ছবি যেন রং তুলিতে ।

যেন এলো পরী হয়ে আকাশ থেকে উড়ে,
তুমি চলে গেলে…আমি তাকিয়ে রইলাম
দূর… বহু দূর… বহু দূরে……… ।

********** সমাপ্ত **********
তারিখ : ০৭-০২-২০১৪ ইং ।

স্বপ্ন পূরণ

কবিতা রূপসী মেয়ে / কে,এইচ,মাহাবুব



বাদল এল রিমঝিম আষাঢ়ের দুপুরে
যায় কে কলসি নিয়ে আমাদের পুকুরে।
আনবে কে জল সেই কলসি ভরিয়া
তাকিয়ে আছে কি কেউ আমার পথ ধরিয়া। 

আমি যে তার জন্য বসে আছি পথো চেয়ে
দেখবো বলে আসবে কখন সেই মেয়ে ।
যার দু-চোখে মিসে আছে মায়াবী জল
দু-পায়ে পরা নতুন রুপোর মল । 

যাকে কাছে পেতে চায় পুকুরের পানি
শাড়ীর আঁচল নেয় ধরে বার বার টানি ।
হঠাৎ করে আসে নেমে বাদলের ধারা
ভিজিয়ে নেয় তার অঙ্গটার সারা । 

বাদল লুটায় তার সাথে ভালো বাসার জালে
রিমঝিম বৃষ্টির সুরের তালে তালে ।
মন চায় আমি ও লুটায়ে পরি
আনন্দে জীবন কাটাই ওর গলা ধরি । 

ভালো লাগে ভালো বাসতে হলেও পর
আপন হলে অকে নিয়ে বাঁধতাম সুখের ঘর । 

********** সমাপ্ত **********
তারিখ :   ২৬-০৭-২০০১ ইং ।

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৪

নদীর জলে ভেজা কবিতা

কবিতা
নদীর জলে ভেজা কবিতা
- কে এইচ মাহাবুব
********************************
দীর জলে ভেজা কবিতা
- কে এইচ মাহাবুব

আমার হাতে এই মাত্র লেখা কয়েকটি কবিতা
বসে আছি হাতে নিয়ে নদীর কুলে,
অন্য গুলো রেখেছিলাম দূরে
হটৎ ফিরে দেখি ভিজছে তাই জলে ।

ওঠালাম কবিতার পাতা গুলো
ভিজে লেচলেচে সব ক”টা ,
হতভাগ্য এ হাতের ছোঁয়ায়
মুছে ফেল্লাম কাগজের সব পানিটা ।

এক এক করে সব পাতা গুলো
ভ্যান গাড়ীর উপর শুকাতে দিলাম,
নিয়ে যায় যদি গাড়ীর মালিক গাড়ীটা
আমি তখন সে ভয়েই কাঁপছিলাম ।

কিন্তু কবিতা আমায় ছেড়ে যায়নি
ছেড়ে গিয়েছিলো আমার পায়ের জুতা
আমার মনে পড়েনি কিছুই
কবিতার চিন্তায় ধরেছিল মাথা ।

আমি কাদের সাথে যেন যাচ্ছিলাম
একটি মেয়ে...ঠিক মনে নেই
ঠিক সে সময়ই ভাঙলো আমার স্বপ্নটা
খুঁজে বেড়াই স্বপ্নটা একলাই ।
********** সমাপ্ত **********

তারিখ :   ১১-০৮-২০০১ ইং ।
সাহিত্য সংসদ ,সাভার, ঢাকা-১৩৪৪ ।
ই-মেইল :    khmahabub@yahoo.com

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আমার হাতে এই মাত্র লেখা কয়েকটি কবিতা
বসে আছি হাতে নিয়ে নদীর কুলে,

অন্য গুলো রেখেছিলাম দূরে
হটৎ ফিরে দেখি ভিজছে তাই জলে ।

ওঠালাম কবিতার পাতা গুলো
ভিজে লেচলেচে সব ক”টা ,
হতভাগ্য এ হাতের ছোঁয়ায়
মুছে ফেল্লাম কাগজের সব পানিটা ।

এক এক করে সব পাতা গুলো
ভ্যান গাড়ীর উপর শুকাতে দিলাম,
নিয়ে যায় যদি গাড়ীর মালিক গাড়ীটা
আমি তখন সে ভয়েই কাঁপছিলাম ।

কিন্তু কবিতা আমায় ছেড়ে যায়নি
ছেড়ে গিয়েছিলো আমার পায়ের জুতা
আমার মনে পড়েনি কিছুই
কবিতার চিন্তায় ধরেছিল মাথা ।

আমি কাদের সাথে যেন যাচ্ছিলাম
একটি মেয়ে...ঠিক মনে নেই
ঠিক সে সময়ই ভাঙলো আমার স্বপ্নটা
খুঁজে বেড়াই স্বপ্নটা একলাই ।
 
********** সমাপ্ত **********

তারিখ : ১১-০৮-২০০১ ইং ।
সাহিত্য সংসদ ,সাভার, ঢাকা-১৩৪৪ ।
ই-মেইল : khmahabub@yahoo.com

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৪

ছড়া / না জানা






                        



                                                             
                                                                    



আমের গাছে এসেছে ফুল
জাম গাছে পাতা ,
নেড়ে দেখি অন্য গাছ
নামটি তাঁর আতা ।

বড়ই গাছে বড়ই ভরা
কাঁঠাল গাছ সবুজ
তাঁদের জন্য এই ছড়া
যারা আজ অবুঝ ।

কাঁঠাল গাছে আসবে মুচী
জামের গাছে জাম,
কুয়াশাতে ফুল ঝরে যায়
ঝরে  ছোট আম ।

বেল গাছে বেল এসেছে
শিমুল গাছে ফুল,
ছোট ছোট ছেলে মেয়ে
বানায় তারে দুল ।

সজনে গাছে পাতা নেই
ডাল পালা খালি ,
কচি কচি পাতাতে
ভরা আজ বালি ।



********** সমাপ্ত **********
তারিখ :   ১০-০২-২০১৪ ইং ।
সাহিত্য সংসদ ,সাভার, ঢাকা-১৩৪৪ ।
ই-মেইল :    khmahabub@yahoo.com
https://www.facebook.com/

রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৪

ভালোবাসার দায়




( উৎসর্গ : ভালোবাসা দিবস উপলক্ষে-ভালবাসাহিন সকল-কে )
******************************************************

তুমি বল্লে আমি পারবোনা চাঁদ এনে দিতে
দাও যদি তোমার ভালোবাসার শতো দায় ,
তুমি বল্লে আমি পারবোনা সূর্য এনে দিতে
যদি ধরো দু-হাতে আমার দুটি পায় ।

তুমি আমায় ভালবাসা দাও সখি
আমি এনে দেবো আকাশের সব নীহারিকা ,
এনে দেবো সূর্যের লাল নীল বেগুনী রং
যদি হও আমার ভালবাসার সাগরিকা ।

তুমি বল্লে আমি এনে দেবো শঙ্খ চিল
পাখি হয়ে অচেনা আকাশে উড়ে ,
তুমি বল্লে আমি এনে দেবো গোধূলি বিকেল
অচেনা পাখির মতো হয়ে ভব ঘুরে ।

তুমি বল্লে আমি তোমায় এনে দেবো
তপ্ত রোদে হিমেল হাওয়ার পরশ ,
তুমি বল্লে আমি তোমায় এনে দেবো
আন-সিজনে তোমার প্রিয় ঢেড়স ।

যা-বলেছি দেবো তাই আমি...
তোমার ভালোবাসার পরিপূর্ণ মাপে ,
আমি বুঝে নেবো তোমার সব;
যদি পোড়াও আবার আগুনের দাহো তাপে ।

তোমার মতো বোকা শিরি ফরহাদ নয় ,
চাঁদ তারা নিয়েছে ওরাই যারা করেছে জয় ।
চাঁদ তারা নিয়ে হয়েছে লেখা গদ্যপদ্য ,
কোথায় পাব চাঁদ তারা বল? তুমি বল্লে এনে দিতে সদ্য ।

আমি অন্যের মতো দিতে পারবোনা ফাঁকি ,
চাঁদ তারা তাই রেখেছি বাকি ।
আর আছে বুকের ভেতরের হৃদয় দেওয়া বাকি ,
-এই লও! তাও দিলাম তোমায়?আর আছে যা টুকি টাকি ।


***********সমাপ্ত  *********
তারিখ :   ০৫-০৩-২০১১ ইং ।
সাহিত্য সংসদ ,সাভার, ঢাকা-১৩৪৪ ।
ই-মেইল :   khmahabub@yahoo.com


ভালোবাসার দায়

ভালোবাসার দায়

কবিতা / তোমার আমার মিল


ঐ দেখো উত্তরের আকাশ কালো
দক্ষিণের আকাশটা নীল,
ঠিক যেমনটি তুমি আর আমি…
যেমনটি তোমার আমার মিল।


কিছু দেখলেই যখন তোমার মুখে
বজ্রপাতের মত হঠাৎ করে আসে হাসি,
তোমার সেই হাসি দেখে; হাসতে গিয়ে
আমার এসে যায়  তখন কাশি।


ঐ দেখো আকাশ ভরা তারা
চাঁদের এই আলোকিত আঁধারে উড়ছে চিল,
ঠিক যেমনটি তুমি আর আমি…
যেমনটি তোমার আমার মিল।


রাত নেই; দিন নেই; তোমার পছন্দ
সাঁঝ গোঁজ ঘুম আর খাওয়া,
সারা দিন পরে…
আমি এলে ঘরে…
অতি ক্ষুধায় চাই যখন খেতে;
তোমার তখন হাত ব্যথা…
পা- ব্যথা শরীর ব্যথা…
ইচ্ছে হয় সুখের পরশ পেতে;
স্রষ্টার কাছে যা- কখন ও হয়নি আমার চাওয়া।


********* সমাপ্ত **********
তারিখ :   ৩১-১০-২০১২ ইং ।
সাহিত্য সংসদ ,সাভার, ঢাকা-১৩৪৪ ।

ই-মেইল :    khmahabub@yahoo.com
https://www.facebook.com/profile.php?id=100003916133092