রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৪

ভালোবাসার দায়




( উৎসর্গ : ভালোবাসা দিবস উপলক্ষে-ভালবাসাহিন সকল-কে )
******************************************************

তুমি বল্লে আমি পারবোনা চাঁদ এনে দিতে
দাও যদি তোমার ভালোবাসার শতো দায় ,
তুমি বল্লে আমি পারবোনা সূর্য এনে দিতে
যদি ধরো দু-হাতে আমার দুটি পায় ।

তুমি আমায় ভালবাসা দাও সখি
আমি এনে দেবো আকাশের সব নীহারিকা ,
এনে দেবো সূর্যের লাল নীল বেগুনী রং
যদি হও আমার ভালবাসার সাগরিকা ।

তুমি বল্লে আমি এনে দেবো শঙ্খ চিল
পাখি হয়ে অচেনা আকাশে উড়ে ,
তুমি বল্লে আমি এনে দেবো গোধূলি বিকেল
অচেনা পাখির মতো হয়ে ভব ঘুরে ।

তুমি বল্লে আমি তোমায় এনে দেবো
তপ্ত রোদে হিমেল হাওয়ার পরশ ,
তুমি বল্লে আমি তোমায় এনে দেবো
আন-সিজনে তোমার প্রিয় ঢেড়স ।

যা-বলেছি দেবো তাই আমি...
তোমার ভালোবাসার পরিপূর্ণ মাপে ,
আমি বুঝে নেবো তোমার সব;
যদি পোড়াও আবার আগুনের দাহো তাপে ।

তোমার মতো বোকা শিরি ফরহাদ নয় ,
চাঁদ তারা নিয়েছে ওরাই যারা করেছে জয় ।
চাঁদ তারা নিয়ে হয়েছে লেখা গদ্যপদ্য ,
কোথায় পাব চাঁদ তারা বল? তুমি বল্লে এনে দিতে সদ্য ।

আমি অন্যের মতো দিতে পারবোনা ফাঁকি ,
চাঁদ তারা তাই রেখেছি বাকি ।
আর আছে বুকের ভেতরের হৃদয় দেওয়া বাকি ,
-এই লও! তাও দিলাম তোমায়?আর আছে যা টুকি টাকি ।


***********সমাপ্ত  *********
তারিখ :   ০৫-০৩-২০১১ ইং ।
সাহিত্য সংসদ ,সাভার, ঢাকা-১৩৪৪ ।
ই-মেইল :   khmahabub@yahoo.com


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন