শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৪

আগডুম বাগডুম কবিতাবলী

আগডুম বাগডুম কবিতাবলী


২২ ফেব্রুয়ারি ২০১৪, শনিবার, ৯:১৮
এই ভাষাতে
আ. শ. ম. বাবর আলী

মুখের ভাষা বুকের ভাষা
আমার বাংলাভাষা,
এই ভাষাতে কথা বলে
পুরাই মনের আশা।

মনের যত ভাবনা প্রকাশ
এই ভাষাতেই করি,
এই ভাষাতেই গান গেয়ে যে
পরান আমার ভরি।

এই ভাষাতে গল্প পড়ি
এই ভাষাতে লিখি,
এই ভাষাতে মাকে আমার
‘মা’ ডাকতে শিখি।

এই ভাষারই জন্য ভাইরা
গড়ল ইতিহাস,
ঘটনাটা ফেব্রুয়ারির
বাংলা ফাগুন মাস।


বাংলা ভাষায় স্বপ্নকুঁড়ি ফোটে
আবেদীন জনী

বাংলা ভাষা মায়ের মুখের
বাংলা ভাষা সৃষ্টি সুখের
এই ভাষাতে মা ডাকেÑ আয় সোনা,
মায়ের ভাষার বাঁচাতে মান
ভাই দিয়েছে অমূল্য প্রাণ
এই ভাষাতে হাজার স্বপ্ন বোনা।

একুশ এলে শোকের পাশে
বাংলা ভাষার বর্ণ হাসে
সেই হাসিতে ভাইয়ের মুখটা খুঁজি,
মায়ের দু’চোখ অশ্রুঝরা
পুত্রশোকে মনটা মরা
হঠাৎ বলে, খোকা এলো বুঝি!

বাংলা ভাষা বিশ্বজুড়ে
গল্প-কথা গানের সুরে
সুরের জাদু হাওয়ায় হাওয়ায় ছোটে,
বাংলা ভাষায় শিখি পড়া
বাংলা ভাষায় লিখি ছড়া
বাংলা ভাষায় স্বপ্নকুঁড়ি ফোটে।


khmahabub@yahoo.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন