রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৪

কবিতা / তোমার আমার মিল


ঐ দেখো উত্তরের আকাশ কালো
দক্ষিণের আকাশটা নীল,
ঠিক যেমনটি তুমি আর আমি…
যেমনটি তোমার আমার মিল।


কিছু দেখলেই যখন তোমার মুখে
বজ্রপাতের মত হঠাৎ করে আসে হাসি,
তোমার সেই হাসি দেখে; হাসতে গিয়ে
আমার এসে যায়  তখন কাশি।


ঐ দেখো আকাশ ভরা তারা
চাঁদের এই আলোকিত আঁধারে উড়ছে চিল,
ঠিক যেমনটি তুমি আর আমি…
যেমনটি তোমার আমার মিল।


রাত নেই; দিন নেই; তোমার পছন্দ
সাঁঝ গোঁজ ঘুম আর খাওয়া,
সারা দিন পরে…
আমি এলে ঘরে…
অতি ক্ষুধায় চাই যখন খেতে;
তোমার তখন হাত ব্যথা…
পা- ব্যথা শরীর ব্যথা…
ইচ্ছে হয় সুখের পরশ পেতে;
স্রষ্টার কাছে যা- কখন ও হয়নি আমার চাওয়া।


********* সমাপ্ত **********
তারিখ :   ৩১-১০-২০১২ ইং ।
সাহিত্য সংসদ ,সাভার, ঢাকা-১৩৪৪ ।

ই-মেইল :    khmahabub@yahoo.com
https://www.facebook.com/profile.php?id=100003916133092

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন