বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৪

কবিতা /ভাষার গল্প /অরণ্য সৌরভ


কবিতা /ভাষার গল্প /অরণ্য সৌরভ 


উৎসর্গঃ ভাষা শহীদদের স্মরনে
******************
ফেব্রুয়ারির একুশ তারিখ, নেই
কি কারো মনে?
শহীদ যারা হয়েছিল সেই বাহান্ন
সনে।
মাতৃভাষার তরে যারা বিলিয়ে দিল
প্রাণ।
রক্ত দিয়ে রাখল যারা
বাংলাদেশের নাম ।।
পাকবাহিনীর অত্যাচারে শহীদ হল
যারা;
বাংলা মায়ের মান রাখিতে হল
পাগল পারা
শহীদ হল বরকত,সালাম,শহীদ হল রফিক
শহীদ হল জব্বার ভাই

শহীদ হল শফিক।।
তাদের রক্তে রাঙা এ
মাটিতে ঘুমিয়ে তারা
রক্তে তাদের
রয়ে গেছে,রয়েছে ঝর্ণা ধারা
সারা বিস্ব করেছি ভ্রমন পাইনি খুজে
এমন দেশ____
সে দেশ আমার প্রিয় দেশ,
প্রিয় সোনার বাংলাদেশ।।

-সমাপ্ত-
সরকারী সফর আলী কলেজ, আড়াইহাজার, নারায়নগঞ্জ। 
http//bnaglanews 26.com
https://www.facebook.com/banglanews26?skip_nax_wizard=true

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন